কুমিল্লা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলার লালমাই উপজেলার মোহনপুর গ্রামে সবুজ আন্দোলন ও সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের উদ্যােগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন গরীব ও অসহায় লোকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মো: শরিফুল ইসলাম, সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো: মহিউদ্দিন বিন নুরু,সর্দার জহিরুল ইসলাম ও সাদ্দাম হোসেন।
এ সময় জেলা সদস্য সচিব উপস্থিত লোকদেরকে বলেন সবুজ আন্দোলন একটি পরিবেশবাদী সামাজিক সংগঠন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে কাজ করাই উক্ত সংগঠনের মূল লক্ষ্য। তাছারাও মহিউদ্দিন বিন নুরু বলেন, করোনা মহামারিতে আমরা পরিস্কার পরিচ্ছন্ন থাকবো, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো।
করোনা মহামারিতে সারা দেশের মতো কুমিল্লা জেলার অসহায় মানুষের পাশে থাকবে সবুজ আন্দোলন।।