সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জের পৃথক ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৯৬৫ বস্তা চাল সহ দুই ইউপি সদসকে আটক করেছে পুলিশ। এছাড়া ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর মধ্যে চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১৯৫০ কেজি চাল এক ইউপি সদস্য ও আরেক চাল বিক্রেতাকে আটক করেছে প্রশাসন।
এরা হলো খাস কাস কাউলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কর সিদ্দিক।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারি ১০ টাকা কেজি দরের ৫২০ কেজি চাল নিজ বাড়িতে এবং জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্কার তার দোকানে মজুদ করে রেখেছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তখন ওইসব স্থান থেকে উল্লেখিত চালসহ তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউপি সদস্য আল আমিন গাড়দহ গ্রামে এক বাড়িতে লুকিয়ে রাখা ভিজিডির ১৫ বস্তা চাল সরানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করে এবং আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রায়গঞ্জের পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়।