মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে ভৈরববাজার এলাকা থেকে সরকারি চাল চুরির অভিযোগে আশিক মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ইসলাম মিয়া নামের অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে থানায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাতে আশিককে আটক করা হয়।
পুলিশ জানায়, আশিকের বাড়িতে ১০ টাকা কেজি দরে সরকারি চাল মজুদ করে রাখা ছিল এমন অভিযোগে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বাড়ি থেকে ৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ইতোমধ্যে আশিককে আটক এবং ইসলাম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এসময় ৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়