সরকার ইমনের কবিতা “রহস্যময়ী”
- আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে
তুমিটা কেমন যেন!
একটা রহস্য-
উন্মোচনের শত চেষ্টায় রহস্য আরও দুর্ভেদ্য হয়।
তুমিটা চেনার মাঝেও অচেনা-
কোমলতায় পূর্ণ হৃদয়েও কেমন কাঠিণ্য তোমার-
অনেকটা আলোর মাঝেও নিমজ্জিত ঘুটঘুটে অন্ধকার-
তোমাকে আবিষ্কার করার নেশা আমার, আমি হেরে যাই বারবার।
বৃত্তবন্দী এই তুমিটাই সারাদিন- পরিধিতে বিচরন করেও কেমন যেন কেন্দ্রিভূত।
মায়াভরা দৃষ্টিতেও কেমন যেন দ্রোহ থাকে তোমার।
তোমার আকাশ ভরা আশার মাঝেও মিছিল করে হতাশা-
হাত বাড়িয়ে টানার মাঝেও অবজ্ঞা আর জিঘাংসা।
তুমিটা কেমন যেন-
শান্ত দীঘির জলের মাঝেও কেমন যেন আগুন তুমি,
তুমি অরন্য আবার তোমার মাঝেই মরুভূমি।
তুমি উচ্ছ্বাস তবু তোমার মাঝেই ক্লান্তি
তুমি অবসাদ আবার তুমিই প্রশান্তি।
তোমার স্বীকারোক্তির মাঝেও থাকে অস্বীকার-
তোমার শীতলতায় মিশে থাকে আর্তনাদ আর চিৎকার।
তুমি ভালোবাসার মাঝেও যত্নে পুষে রাখো ঘৃণা-
তুমি সবটা জানার মাঝে অনেকটা অজানা।
তুমি মানেই রহস্য!
তোমাকে ভেদ করতে পারিণা-
বড্ড ঘৃণা করতে ইচ্ছে হয় তবুও-
তোমাকে ভালোবাসি বারবার।