কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ ১৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে উষ্ণতার চাদর হয়ে” এই শ্লোগানকে সামনে রেখে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের কর্মসূচি অনুযায়ী এবার গত (১৮ জানুয়ারি) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় হাজিপুর ইউনিয়নের কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুলাউড়া উপজেলার হাজিপুর ও টিলাগাও ইউনিয়নের গরিব, অসহায় ও শীতার্থ প্রায় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি সৈয়দ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ক্লাবের উপদেষ্টা মাও: ফজলুল হক খান সাহেদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন,হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ, হাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দাল হোসেন।এছাড়াও ক্লাবের সদস্যবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি সোহেল আহমেদ, খায়রুল কবির জাফর, সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন আল সালুক, সহ সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক সুরমান আহমেদ, মনহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদুর রহমান টিংকু। এবং ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক ভাস্কর দে, আপ্যায়ন সম্পাদক অলক চন্দ্র, সদস্য জাহিদ হাসান শিবলু, সাঈদ আহমদ, খালেদুর রহমান তানজুল,সুমন আহমেদ।