বরিশাল প্রতিনিধি: বরিশালের কালিজিরা এলাকার গাছ থেকে পড়ে সাইফুল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাইফুল হাওলাদার ঝালকাঠির হরিপাশা এলাকার বাসিন্দা।
শনিবার (১৯ জানুয়ারী) সকাল ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
এর আগে তিনি কালিজিরা এলাকায়ঢ একটি গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।