স্টাফ রিপোর্টার, নরসিংদী;
করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নরসিংদীতে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে এক সাংবাদিক, এক চিকিৎসক, সিভিল সার্জন অফিসের সাত কর্মচারীসহ ১৬ জন করোনা রোগে আক্রান্ত। এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
একজন সুস্থ হয়ে বাড়িতে চলে যাওয়ায় বর্তমানে ২০ জন আক্রান্ত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল কায়েস।
করোনা রোগীর চিকিৎসাসেবা দেয়ার জন্য একশ’ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালকে ৮০ শয্যাবিশিষ্ট কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা করেছেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
তিনি জানান, জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এখন নরসিংদী সদর হাসপাতালে চলবে।
অপরদিকে, জেলা হাসপাতালকে কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা করায় জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতালটিতে দক্ষ জনশক্তি, ভেন্টিলেশন, সিসিও এবং এন ৯৫ মাস্ক নেই। এ অবস্থায় হাসপাতালের সাধারণ চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে কোভিড- ১৯ হাসপাতাল ঘোষণা চিকিৎসাসেবার পরিপন্থি বলে অনেকে মনে করছেন।
অন্যদিকে, নরসিংদী লকডাউনের পঞ্ম দিনে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জেলার সর্বত্র মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে না যেতে অনুরোধ জানাচ্ছেন।