সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ৯৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক;
২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন এক লাখ ১৪ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ মানুষ।
একদিনে, নতুন করে শনাক্ত হয়েছে, প্রায় ৭২ হাজার সংক্রমণ। টানা কয়েকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ার পর, নতুন সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে।
রোববারও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১৫শ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু ২২ হাজারের বেশি।
যুক্তরাজ্যে মারা গেছেন আরও সাড়ে ৭শ’। দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এছাড়া স্পেন, ফ্রান্স, ইতালিতে মারা গেছেন আরও ১৬শ’ মানুষ।
মহামারীর অন্যতম কেন্দ্র ইতালিতে, ১৯ মার্চের পর, মৃতের সংখ্যা সর্বনিম্ন ছিল রোববার। ২৪ ঘণ্টায় ৪৩১ মৃত্যু দেখেছে দেশটি।