মৌলভীবাজার প্রতিনিধি : ইয়ুথ জার্নালিস্টস ফোরাম (ওয়াইজিএফবি) এর মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলা ৭১ মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. আব্দুল কাইয়ুমকে সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানাকে সাধারন সম্পাদক করে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম (ওয়াইজিএফবি) এর ১৩ সদস্যের মৌলভীবাজার জেলা কমিটি বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম রাজু আহম্মদ (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম-সম্পাদক হুমায়ন রহমান বাপ্পী (সাপ্তাহিক সিলেট প্রান্ত), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন (বর্তমান খবর ),অর্থ সম্পাদক সাদিকুর রহমান সামু (আমাদের সময় ডটকম),দপ্তর সম্পাদক মোঃ আহাদ মিয়া (সকালের সংবাদ ডটকম), প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান (খবরের আলো)। নির্বাহী সদস্যরা হলেন মোঃ শহিদ-উল ইসলাম প্রিন্স (সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ), রুবেল আহম্মদ (বৈশাখী টিভি), সাজন আহম্মেদ রানা (দৈনিক জনতা), সজীব দেবরায় (সিলেট মিরর),গোলাম মুস্তফা সাফু (দৈনিক সংবাদ প্রতিদিন)।