জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে বরাদ্দের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করেছে র্যাব।
শনিবার সন্ধ্যার আগে তাকে আটক করা হয়।
আটক আল ইসরাইল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গোপীনাথপুর পূর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের আওয়ামী লীগ নেতা জুবেলের নিজ গোডাউনে অবৈধ ভিজিএফ ও ভিজিডির চাল মজুদ আছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এ সময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব ভিজিএফ ও ভিজিডির চালসহ তাকে আটক করে।
এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।