অনলাইন ডেস্ক;
মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। কিন্তু এর ফলে ঘরবন্দি জীবন একঘেয়েমী মনে হচ্ছে অনেকের কাছে।
যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণাঞ্চলের রনডা এলাকায় কিয়ান নামে এক কিশোর লকডাউনের কারণে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভোগে আত্মহত্যা করেছে।
তার মা জুলেন সাউথওয়ে বলেন, তার ছেলে অত্যন্ত বিনয়ী, ভদ্র ও চুপচাপ স্বভাবের ছিল। খবর ব্রিটিশ পত্রিকা মেট্রো নিউজের।
কিন্তু গত সোমবার থেকে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর থেকে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভোগতে থাকে তার ছেলে। বন্ধুদের সঙ্গে খেলতে যেতে না পেরে হাঁপিয়ে ওঠেছিল। বৃহস্পতিবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মা আরও বলেন, কিয়ান সবার কথা ভাবতো। তার ছোট বোন ডার্সির খুবই প্রিয় ছিল কিয়ান। প্রিয় সন্তানের এমন করুন পরিনতিতে গোটা পরিবারে বইছে শোকের ছায়া।