২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৮৫৮ জনের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১০০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
নভেল করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ১৮৫৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কেই শুধু প্রাণ হারিয়েছেন ৮০০’র বেশি মানুষ।
দেশটির জনস হপকিন্স ইউনিভার্সিটির মঙ্গলবার রাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭৪।
কভিড-১৯ রোগে আমেরিকায় এখন পর্যন্ত ১২ হাজার ৮৯৩ জনের মৃত্যু হল। আক্রান্ত প্রায় চার লাখ! সুস্থ হয়েছেন ২২ হাজার।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৭১।
জার্মানিতে এই পর্যন্ত ২ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ১ লাখ ১০ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ১০ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২৩ জন।
ইউরোপের ইতালি ও স্পেনে পরিস্থিতি আগের থেকে কিছুটা ‘ভালো’। সেখানে মৃত কিংবা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমছে।
ইতালিতে মঙ্গলবার নাগাদ ১৭ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮৬।
ইরানে মৃতের সংখ্যা শতাধিক বেড়ে ৩ হাজার ৮৭২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ।
ভারতে রোগীর সংখ্যা ৫০৮ জন বেড়ে ৪ হাজার ৭৮৯ জন হয়েছে। এর মধ্যে ১ হাজার জন মহারাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৪ হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।