আতঙ্ক -এইচ আর শফিক

- আপডেট সময় : ১২:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ৮১ বার পড়া হয়েছে

সারা পৃথিবীটা আজ টাইটানিকের চেয়েও আর্চায্য রথ।
যেখানে মৃত্যু নামক বাহন টেনে টেনে
সারিবদ্ধ করছে অসংখ্য মানব মানবী,
অদৃশ্য এক দানবের আতঙ্কে
সারা দুনিয়া যেনো থমকে গেছে।
আমি আমরা সবাই হতভম্ব!
সেই সাথে হতভম্ব নগরীর অলি-গলিতে থাকা কুকুরগুলো আর রাস্তার মোড়ে বসে থাকা পাগলটাও,
পাগলটা বলে মামা আজকে শুক্রবার?
বুঝতে পারি:
কোলাহলপূর্ণ নগরী ফাঁকা দেখেই হয়তো পাগলটার মনে ধরেছে শুক্রবারে নিস্তব্ধতা।
এ কোন শক্তি, এ কোন শত্রু?
কি রঙ তার!
যেই শত্রু বধে মনে নেই কোন ট্যাংকার, গোলাবারুদ বা অস্ত্র সজ্জিত সেনা সৈন্য,
তবুও একাট্টা একই প্লাটফর্মে রণক্ষেত্রে লড়ে যাচ্ছে সারা দুনিয়া।
সারা পৃথিবীর আজ সৃষ্টির মহান কারিগরের দিকে তাকিয়ে,
বাঁচাও বাঁচাও প্রাণপণ আত্ম মন্ত্র জপে
বাঁচার আকুতি।
অতঃপর স্বপ্ন দেখি সকাল হবে
পৃথিবীর আলোয় সেজে উঠবে,
নগরী থেকে নগরী মানবতার কোলাহলপূর্ণ হবে আবার।
অদৃশ্য মৃত্যুদন্ডকে রুখে দেবে শতকোটি প্রাণশক্তি,
আবার জেগে উঠবে পৃথিবী।
~~এইচ আর শফিক