সিলেট প্রতিনিধি; সিলেটে প্রথমবারের করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, সনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। পেশায় ডাক্তার। তার বয়স ৪৫ বছর। নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনি বসবাস করেন।
জানা যায়, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। আজ রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে এবং তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
তবে ওই ডাক্তার গত ৭ দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা আক্রান্ত ওই ডাক্তার সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শামসুদ্দিন হাসপাতাল থেকে করোনা সন্দেহে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন।
সনাক্ত রোগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে বলে জানান সিলেটের ওই কর্মকর্তা।