আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিডি ক্লিন গুইমারা শাখা প্রতিটি দোকানের সামনে সচেতনতা মূলক সামাজিক দূরত্ব বজায় রাখতে সাদা রং দিয়ে দুরত্ব চিহ্ন, গাড়ি, মোটর সাইকেল, সিএনজিতে এবং বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়।
শনিবার ছিলো গুইমারা বাজারের সাপ্তাহিক হাট। করোনা প্রতিরোধে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। বাজারে জনসমাগম ঠেকাতে উপজেলা প্রশাসন, পুলিশ, ও সেনাবাহিনী যৌথভাবে বাজারে মাইকিং, জীবানুনাশক স্প্রে করে। এবং জনগনকে একসাথে না হওয়ার জন্য নির্দেশনা দেয়।
সকাল সাতটা থেকেই বিডি ক্লীন তাদের কার্যক্রম পরিচালনা করে। বাজারের চারটি প্রবেশপথে তাদের ১৬ জনের চারজন করে মোট চারটি ইউনিট কাজ করে। পাশাপাশি গুইমারা রোবার স্কাউট বিডি ক্লীনকে সর্বাত্বক সহযোগীতা করেন।