বাইরে দায়িত্ব পালন করতে সাংবাদিকদের আলাদা পাস লাগবে না: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:২৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১২০ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
করোনা ভাইরাসের কারণে সারাদেশে ১০ দিনের ছুটির সময় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে আলাদা পাস বা পরিচয়পত্র প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সাংবাদিকদের যে কার্ড রয়েছে, সেটিই যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউস থেকে বলে দেওয়া হয়, তিনি অন ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কোনো কার্ড দেওয়ার প্রয়োজন নেই। একজন সাংবাদিক যখন অন ডিউটিতে থাকেন, তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এ দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেজন্য তারাও কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন। সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের কিছু সরঞ্জাম দেওয়া হলো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতা ও মহানুভবতা দেখিয়েছেন। বিএনপি যে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি করে, তা থেকে বের হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খালেদা জিয়ার মুক্তিতে করোনা ভাইরাস থেকে দেশ মুক্তি পাবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন দাবির বিষয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। কিন্তু এটি যদি বিএনপি মহাসচিব বলে থাকেন তাহলে আশা করব, এ ধরনের দায়িত্বহীন কথা কেউ আর বলবেন না।
তথ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ছুটি ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের চলাচল বন্ধ হলে করোনাভাইরাস সংক্রমণ রোধ হয়। বিশেষ করে চীন- দক্ষিণ কোরিয়া এ ব্যবস্থা নিয়ে অনেকটা সফল হয়েছে।