আগুনে পুড়ে ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু
- আপডেট সময় : ০১:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ১২৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলায় আগুনে পুড়ে নাছিমা খাতুন নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এসময় একটি বসতঘর ও একটি রান্নাঘরও পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মনু মিস্ত্রীর বাড়িতে এই আগুন লাগে।
মৃত নাছিমা খাতুন ওই বাড়ির আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ মনু মিস্ত্রীর বাড়ির আবু বক্কর সিদ্দিকের ঘরে আগুন লাগে। এসময় ঘরের লোকজন দ্রুত বের হয়ে গেলেও অসুস্থ নাছিমা খাতুন তার বিছানাতেই রয়ে যান। ফলে তিনি আগুনে পুড়ে মারা যান।
কবিরহাট থানার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন। বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে ঘরে থাকা নাছিমা খাতুন মারা যান।