বিনোদন ডেস্ক,
ভারতের নামী পরিচালক শ্যাম বেনেগাল। তিনি বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করছেন।
বায়োপিকে বঙ্গবন্ধু হচ্ছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
সাধারণ মানুষের আগ্রহ ছিল কে হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবার জানা গেল এই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
আসছে ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে শুরু হবে এই ছবির শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণ কাজ।
বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।