ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




পুরুষকে আটকে যৌন নির্যাতন, গ্রেফতার স্টিভেন স্পিলবার্গের কন্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ১২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

দুনিয়া কাঁপানো নির্মাতা স্পিভেন স্পিলবার্গ। তার কন্যা মিকাইলা স্পিলবার্গ নায়িকা না হয়ে নাম লিখিয়েছেন পর্নো ইন্ডাস্ট্রিতে। তাতেও নাকি উৎসাহ দিয়েছেন তার বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকাইলা নিজেই দিয়েছেন এসব তথ্য।

এদিকে এবার তার বিরুদ্ধে উঠলো যৌন হেনস্তার অভিযোগ। গেল শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার হন ২৩ বছরের মিকাইলা। আপাতত তিনি পুলিশি হেফাজতেই রয়েছেন। ৭২ হাজার টাকা জরিমানাও হয়েছে তার।

যদিও মিকাইলার বাগদত্তা চুক পানকো জানিয়েছেন, ‘ও কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করেনি। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে।’

বেশ কিছুদিন ধরেই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মিকাইলা। এমনকী তার বিরুদ্ধে একজনকে জোর করে এই ছবিতে অভিনয় করানোর অভিযোগও উঠেছে।

প্রায় ১২ ঘন্টা আটকে রেখে তার বিরুদ্ধে অত্যাচার, মারধোরের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। মিকাইলার দাবি, এসব মিথ্যে ও বানোয়াট।

তিনি দাবি করেন, বেশ কিছুদিন ধরেই পর্নোগ্রাফির ভিডিও প্রযোজনা করেন। এমনকী নিজেও যৌনকর্মীর লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এছাড়া যে কোনো ভিডিওতে মিকাইলা তার সঙ্গী চুকের সঙ্গেই একমাত্র যৌন সম্পর্ক স্থাপনে স্বচ্ছন্দ্য বোধ করেন।

মিকাইলার ভাষায়, জোর করে তার বিরুদ্ধে এসব প্ররোচনা দেওয়া হচ্ছে। তার এবং সঙ্গী চুকের পর্নোগ্রাফি ভিডিওর চাহিদা বাড়াতেই অন্যরা ঈর্ষান্বিত। তার নগ্ন ছবি দেখতে চেয়ে সকলেই উৎসুক থাকে।

প্রসঙ্গত, স্টিভেন স্পিলবার্গের সাত সন্তান। তার স্ত্রী কেট ক্যাপশ ১৯৯৬ সালে মিকাইলাকে দত্তক নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




পুরুষকে আটকে যৌন নির্যাতন, গ্রেফতার স্টিভেন স্পিলবার্গের কন্যা

আপডেট সময় : ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

বিনোদন ডেস্ক

দুনিয়া কাঁপানো নির্মাতা স্পিভেন স্পিলবার্গ। তার কন্যা মিকাইলা স্পিলবার্গ নায়িকা না হয়ে নাম লিখিয়েছেন পর্নো ইন্ডাস্ট্রিতে। তাতেও নাকি উৎসাহ দিয়েছেন তার বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকাইলা নিজেই দিয়েছেন এসব তথ্য।

এদিকে এবার তার বিরুদ্ধে উঠলো যৌন হেনস্তার অভিযোগ। গেল শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার হন ২৩ বছরের মিকাইলা। আপাতত তিনি পুলিশি হেফাজতেই রয়েছেন। ৭২ হাজার টাকা জরিমানাও হয়েছে তার।

যদিও মিকাইলার বাগদত্তা চুক পানকো জানিয়েছেন, ‘ও কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করেনি। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে।’

বেশ কিছুদিন ধরেই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মিকাইলা। এমনকী তার বিরুদ্ধে একজনকে জোর করে এই ছবিতে অভিনয় করানোর অভিযোগও উঠেছে।

প্রায় ১২ ঘন্টা আটকে রেখে তার বিরুদ্ধে অত্যাচার, মারধোরের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। মিকাইলার দাবি, এসব মিথ্যে ও বানোয়াট।

তিনি দাবি করেন, বেশ কিছুদিন ধরেই পর্নোগ্রাফির ভিডিও প্রযোজনা করেন। এমনকী নিজেও যৌনকর্মীর লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এছাড়া যে কোনো ভিডিওতে মিকাইলা তার সঙ্গী চুকের সঙ্গেই একমাত্র যৌন সম্পর্ক স্থাপনে স্বচ্ছন্দ্য বোধ করেন।

মিকাইলার ভাষায়, জোর করে তার বিরুদ্ধে এসব প্ররোচনা দেওয়া হচ্ছে। তার এবং সঙ্গী চুকের পর্নোগ্রাফি ভিডিওর চাহিদা বাড়াতেই অন্যরা ঈর্ষান্বিত। তার নগ্ন ছবি দেখতে চেয়ে সকলেই উৎসুক থাকে।

প্রসঙ্গত, স্টিভেন স্পিলবার্গের সাত সন্তান। তার স্ত্রী কেট ক্যাপশ ১৯৯৬ সালে মিকাইলাকে দত্তক নেন।