কমলাপুরে আগুনে ট্রেনের সময়সূচি লণ্ডভণ্ড

- আপডেট সময় : ১২:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কমলাপুর রেল স্টেশনে সংকেত কক্ষে আগুনের কারণে ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে। কোনো ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
আগুনে অবশ্য ক্ষয়ক্ষতি বেশি হয়নি। বুধবার সন্ধ্যায় আগুন ধরার পর পর পরই তা নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক গোলযোগই এই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইয়াসিন ফারুক বলেন, ‘সন্ধ্যা পৌনে সাতটার সময়ে আগুন লাগে। ধোঁয়া দেখে লোকজন ছোটাছুটি শুরু করে। পরে সবাই চেষ্টা করে সাথে সাখে আগুন নিভিয়ে ফেলে।’
‘ডিজিটাল নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার কারণে সব সিস্টেম নষ্ট হওয়ায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ ম্যানুয়ালি হচ্ছে এখন। ফলে ট্রেনের সময়সূচি বিঘিন্ত হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সেখানে আমাদের বাহিনী গিয়েছিল। কিন্তু তারা পৌঁছার আগেই তা নেভানো হয়।’