নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে অস্ত্র, গুলি এবং চাঁদাবাজির সরঞ্জামসহ মধু রঞ্জন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
আটককৃত মধু রঞ্জন ত্রিপুরা ময়দাছড়ার লক্ষী রঞ্জন ত্রিপুরা ছেলে।
মঙ্গলবার(১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে থেকে একটি দেশি বন্দুক (এল জি), ২ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড খালি কার্তুজ, ২ টি বড় দা ও চাঁদা আদায়ের বই উদ্ধার করা হয়।
জানা গেছে, চাঁদাবাজির উদ্দেশ্যে ইউপিডিএফ কর্মীরা বাইল্যাছড়ি ১ নম্বর রাবার বাগান এলাকায় বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন একটি বিশেষ অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মধু রঞ্জন ত্রিপুরাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
উদ্ধারকৃত মালামালসহ আটক চাঁদাবাজ মধু রঞ্জন ত্রিপুরাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং গুইমারা থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ০৪-১৬/০১/২০১৯।