সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী শামীমা সুলতানা ঝর্ণা
- আপডেট সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মানিকগঞ্জ অঞ্চল থেকে মনোনয়ন প্রত্যাশী শামীমা সুলতানা ঝর্ণা শামীমা সুলতানা ঝর্ণা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে এখন অবসরে রয়েছেন।
ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচিত মহিলা সম্পাদিকা ও নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের দুই বারের নির্বাচিত জিএস ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্য্করী পরিষদের সদস্য। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামে বৈবাহিকসূত্রের কারণে মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে নারী অধিকার ও উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন নিয়মিত। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য।
শামীমা সুলতানা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তাকে সুযোগ দিলে তিনি মানিকগঞ্জের প্রত্যন্ত জনপদ ও সংসদীয় এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবেন।নারীর ক্ষমতায়ন এবং সাভার, ধামরাই, মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলার হারানো লোকজ সংস্কৃতির বিকাশে কাজ করতে চান।