বিনোদন ডেস্ক;
আবারও অভিনয়ে সরব হলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। ‘বাজি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জিতের সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা।
এ ছবির প্রযোজনায় অভিনেতা জিৎ নিজেই। ‘বাজি’র পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। বেশির ভাগ শুটিং হবে বিদেশে। জিৎ এখন সিনেমাটোগ্রাফারকে নিয়ে লন্ডনে লোকেশন দেখছেন। জানা গেছে, গল্প দুটি পরিবারের প্রতিশোধ নিয়েই আবর্তিত হয়েছে।
সব ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। এ ছবির মূল গল্প এক দক্ষিণী ছবির অনুকরণে লেখা হয়েছে। রিমেক অবশ্য বলা চলে না। কারণ, মিমি-জিতের ‘বাজি’র জন্য নতুন করে চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক।
এদিকে সাংসদ হওয়ার পর পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ‘ড্রাকুলা স্যার’-এর মাধ্যমে বড় পর্দায় মিমির প্রত্যাবর্তন ঘটতে চলেছে। সম্প্রতি ছবির শুটিং-এ অংশ নেন তিনি। ‘ড্রাকুলা স্যার’-এ অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। রাজনীতির পাশাপাশি আপন জগতে সরব হচ্ছেন মিমি।