সকালের সংবাদঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গিয়ে দোয়া নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
ঢাকার দুই সিটি নির্বাচনের আগের দিন (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করেন আতিকুল। গণভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের এক ফেসবুক পোস্ট থেকেও বিষয়টির সত্যতা মেলে।
এদিন রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। যার ক্যাপশনে তিনি লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।'
ওই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চেয়ারে বসে আসেন। তার পাশে এক হাটু মুড়ে চেয়ারের হাতলে ভর দিয়ে থাকতে দেখা যায় আতিকুল ইসলামকে।
এদিকে, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামীকাল শনিবার। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।
এর আগে ঢাকা উত্তর সিটিতে ৯ মাস মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের মার্চ মাসে উপ-নির্বাচনে নৌকার টিকিট নিয়ে মেয়র হন আতিকুল। ঢাকার এ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।
ঢাকার এ দুই সিটিতে ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।