নড়াইল প্রতিনিধিঃ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আবুল হাসান শেখ (৪১) নামে এক কৃষকলীগ নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর কালিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলাবাড়িয়া গ্রাম ও তার আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান কায়েস ও মোল্যা আবুল হাসনাত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত গ্রুপের সমর্থক উপজেলার পদুমা গ্রামের বাসিন্দা ও জয়নগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ উত্তর কালিনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে দুই পায়ের রগ কেটে দেয়।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।