কমলগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী ছাত্রীকে র্ধষনের অভিযোগে যুবক আটক
- আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
শাহাবুদ্দীন আহমেদঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সালাম মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটককৃত সালাম কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের তাজর মিয়ার ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রাম থেকে সালামকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১৮)। আটকের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বুধবার রাতে ভর্তির পর থেকে চিকিৎসাধীন রয়েছে। আমরা অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করি।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত সালাম কু-প্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে গত ২২ জানুয়ারি রাত ৮টার দিকে ঐ শিক্ষার্থীর বাবা স্থানীয় চিৎলিয়া বাজারস্থ তাঁর শশুর বাড়িতে স্ত্রীকে দেখতে যান, সেই সুবাধে ধর্ষক সালাম শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে রাজকান্দি (বড়খোলা) গ্রামে সালামের চাচার বাড়ির বসতঘরে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরদিন অভিযুক্ত সালাম ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থীকে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে ঘটনা পরিবারের কাছে খুলে বললে ২৯ জানুয়ারি তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান । এঘটনার পর সালামকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলায় দায়ের করেন শিক্ষার্থীর বাবা।