রাজধানীতে চীন ফেরত কারও দেহে করোনাভাইরাস মেলেনি
- আপডেট সময় : ১০:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ৭৮ বার পড়া হয়েছে
বিশেষ সংবাদদাতা; স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় চীন ফেরত ৬ জনের কারও দেহে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা দি সাবরিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিমানবন্দরে চীন থেকে আগত স্ক্রিনিংকৃত মোট যাত্রীসংখ্যা ৩ হাজার ১৪ জন। স্ক্রিনিংয়ের মাধ্যমে সন্দেহভাজন রোগীর সংখ্যা শূন্য। ২৮ জানুয়ারি পর্যন্ত আইইডিসিআর হটলাইনে মোট কলের সংখ্যা ২৬।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েক সপ্তাহ ধরে চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন একটি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সম্পর্কে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
গৃহীত ব্যবস্থাদির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রণালয়/ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এতে তিনি করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সার্বিক সহায়তা কামনা করেন। বৈঠকের সব বিভাগের উপস্থিত প্রতিনিধিরা সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য সাংবাদিকদের অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।