ভারতের ‘রোহিঙ্গা’ সিনেমায় মিথিলা
- আপডেট সময় : ১১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ তানজিয়া জামান মিথিলা দেশের একজন পরিচিত র্যাম্প মডেল। এবার চলচ্চিত্রে হাজির হচ্ছেন তিনি। ভারতীয় একটি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হতে যাচ্ছে।
ছবির নাম ‘রোহিঙ্গা’। এরই মধ্যে ৯০ ভাগ শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন মিথিলা। কাজটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই ছবির পরিচালক হায়দার খানের সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই কাজটি করা। তিনি ফটোগ্রাফিও করেন। বলিউডের ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
এই মডেল আরও জানান, গেল বছর রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন তিনি। তারপর কাজটির সুযোগ পেয়ে যাই। ডিসেম্বর আসাম, গোয়াহাটিসহ বেশকিছু লোকেশনে ছবির শুটিং হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম হুসনে আরা।
জানা গেছে, ভারতের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘রোহিঙ্গা’র প্রদর্শনী হবে। এ ছবিতে মিথিলার বিপরীতে রয়েছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।