‘গোপীবাগে হামলা বিএনপিরই পূর্বপরিকল্পিত ও সাজানো’
- আপডেট সময় : ১০:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১১১ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট | রাজধানীর গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনাকে বিএনপিরই পূর্বপরিকল্পিত ও সাজানো বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এইচ টি ইমাম।
এইচ টি ইমাম বলেন, ‘গতকালের পুরো ঘটনাটি সাজানো, পূর্বপরিকল্পিত এবং এমনভাবে করেছে বিএনপির ক্যাডাররা।’
তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, ২০১৪ থেকে ২০১৫ সালে বিএনপির সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করেছিল। পরে যারা ছাড়া পেয়েছে তাদের অনেককেই ঢাকায় নিয়ে আসা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে অস্ত্রসজ্জিত হয়ে, দলগতভাবে তারা ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। সুযোগ মতো তারা পরিস্থিতি এমন সৃষ্টি করতে পারে, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়।
তিনি দাবি করেন, সবচেয়ে বড় ভূমিকা বোধহয় রাখছে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। তাদেরই আনা হচ্ছে। গতকাল যে আক্রমণ করা হয়েছে, যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। আমাদের অনেকেই আহত হয়েছেন। যাদের শরীরে গুলির আঘাত আছে, তারা হাসপাতালেও আছেন। সেসব প্রমাণও আমাদের কাছে আছে।
তিনি বলেন, সরকারি দলে যখন আছি, আমরা তো চাইব নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হোক। আমরা কী চাইব মারামারি করে নির্বাচন নষ্ট হোক।
বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইশরাক হোসেন তার বাবার মতো নাটক করে থাকতে পারেন। তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা নিজের মাথায় পট্টি বেঁধে ও গরুর রক্ত গায়ে মেখে ইউনাইটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ধরনের নাটক করার তাদের অভ্যাস রয়েছে। এ ধরনের নাটক আজকেও করে থাকতে পারে।
এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।