টাঙ্গাইলে নবম শ্রেণির তিন ছাত্রীকে গণধর্ষণ: আটক ৪
- আপডেট সময় : ১০:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল সংবাদদাতা; বেড়াতে গিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির তিন ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির খসরু বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাই আটককৃত চারজনের নাম এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, রোববার টাঙ্গাইলের ঘাটাইলে একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক দুপুর দেড়টার দিকে তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এসময় ৫-৭জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিন ছাত্রীকে ধর্ষণ করে এবং অপরকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে উপর্যুপরি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। অভিভাবকরা থানা পুলিশকে জানালো তারা চার স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ ঘটনায় আজ সোমবার মেয়ের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা করেন।