নওগাঁয় দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
- আপডেট সময় : ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভারতীয় সীমান্তের ওপারে উদ্ধার হওয়া দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত হওয়ার দুই দিন পরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের মরদেহ ফেরত দেওয়া হয়।
নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি আমরা পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হন। নিহত দুই ব্যক্তি হলেন– রণজিত কুমার (২৪) ও কামাল আহমেদ (৩২)। তাদের দুজনের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পোরশা সীমান্তের হাঁপানিয়া বিওপির কাছে বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে, সীমান্তের ওপারে নিহত দুই বাংলাদেশির লাশ তখন ফেরত দেয়নি বিএসএফ। অবশেষে হত্যার দুই দিন পর আজ সন্ধ্যায় লাশ দুটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, লাশ দুটি নিহত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।