সংবাদ শিরোনাম :
মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে
মাগুরা প্রতিনিধি;
মাগুরা সদর উপজেলার বরই গ্রামের স্লইচ গেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মিন্টু গাজী (৩৭) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাত ১টার দিকে বরই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু গাজীকে উদ্ধার করে। মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিন্টু গাজী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ঘটনার সময় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে সে মারা যায়। তার নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রায়েছে।