ইভিএম ছিনতাই হলেও সমস্যা নেই: এনআইডি ডিজি
- আপডেট সময় : ১১:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ৭২ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট| ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যদি ছিনতাই হয়ে যায় তাহলেও কোনও সমস্যা নেই। কারণ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছাড়া এই মেশিন ছিনতাইকারীরা ব্যবহার করতে পারবেন না। বললেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।
আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে তিনি এ কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল বলেন, নির্ধারিত সময়ের আগে মেশিনটি খোলা সম্ভব নয়। কারণ এটি পাসওয়ার্ড প্রোটেকটেড। আর ভোটের দিন সকাল ৭টার আগে খোলা যাবে না। অনুমোদিত কর্মকর্তা ছাড়াও এটি খোলা সম্ভব নয়। ফলে মেশিন ছিনতাই হওয়ার সম্ভাবনা নেই, মেশিন ছিনতাই হলেও সমস্যা নেই। যে রিজার্ভ মেশিন থাকবে তা দিয়ে ভোট কার্যক্রম পরিচালনা করতে পারবো।
তিনি বলেন, ইভিএম মেশিন খোলার ক্ষেত্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং ব্যক্তির উপস্থিত থাকা বাধ্যতামূলক। আর এজন্য কেন্দ্র দখল করেও কোনও লাভ নেই। কারণ এক ব্যক্তি আরেকজনের ভোট দিতে পারবেন না। কেউ দ্বিতীবার ভোট দিতে চাইলে মেশিন সয়ংক্রিয়ভাবে বলে দেবে আপনি আগে ভোট দিয়েছেন, যেটি পোলিং এজেন্টও দেখতে পারবেন।