বিশ্ব ইজতেমায় দুই পর্বে ২৪ মুসল্লির মৃত্যু
- আপডেট সময় : ১১:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
টঙ্গী প্রতিনিধি : টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল শনিবার ও আজ রবিবার আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার আজিমনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দপুর থানার মজিবুর রহমানের ছেলে শাহ আলম (৫৫)। এনিয়ে এবারের ইজতেমায় দ্বিতীয় পর্বে ১০ জন মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া প্রথম পর্বে ১৪জনসহ মোট ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে।
জানা গেছে, ১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নোয়াখালীর আজিমনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন। এরপর ১৯ জানুয়ারি মারা হার্ট অ্যাটাকে মারা যান গাইবান্ধার চাঁদপাড়া দুর্গাদাহ গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাহ আলম। পুলিশ কন্ট্রোল রুম গণমাধ্যমকে মুসল্লিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।