খিলগাঁও রয়েল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরন
- আপডেট সময় : ১২:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদঃ
প্রতি বছরের ন্যায় এবারও খিলগাঁও রয়েল ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বন্ত্র বিতরন করা হয়েছে।
গত শনিবার খিলগাঁওয়ের এই বস্ত্র বিতরন কার্যক্রমে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সেলিম তাওহীদ, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল ইসলাম রুপক, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ ক্লাবের কার্য নির্বাহী পরিষদের সকল সদস্যরা।
আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েল, খিলগাঁও থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বস্ত্র বিতরন শেষে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর পক্ষে পথসভার আয়োজন করা হয়। এতে খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহবুব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য খিলগাঁও রয়েল ক্লাবটি দীর্ঘদিন ধরে অত্র এলাকার সাধারন মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে আস্থা ও ভালবাসার জায়গা করে নিয়েছে এলাকাবাসীর মধ্যে। নানান শ্রেনী-পেশার একঝাঁক উদ্যেমী ব্যবসায়ীর সমন্বয়ে গড়া ক্লাবটি শক্তি ও সাহসের প্রতীক হয়ে উঠেছে খিলগাঁওয়ে।