সংবাদ শিরোনাম :
ঘন কুয়াশায় শাহজালালে ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট | ঘন কুয়াশার কারণে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। জানা গেছে, রোববার দিনগত রাত সোয়া ৩টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ৩টা ১১ মিনিটে জেদ্দার উদ্দেশে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর ঘন কুয়াশায় কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অপরদিকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। কিন্তু সেটি ঘন কুয়াশার কারণে নামতে না পেরে কলকাতায় অবতরণ করেছে।
কুয়াশার কারণে ১০০ মিটারে নেমে এসেছে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি)। এটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে।