আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
- আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি| ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের চিত্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। উপজেলার দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজার বাড়ির লোকজনের মধ্যে গেল দুই দিন ধরে কয়েক দফা সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে দুর্গাপুর গ্রামের বারোঘইরা বাড়ির ইমরানের সঙ্গে পার্শ্ববর্তী নজার বাড়ির অটোরিকশা চালক সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শনিবার আবারও দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ সদস্য এএসআই এমদাদ ও জাকিরসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।