শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, দাবি ট্রাম্পের
- আপডেট সময় : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
নোবেল পুরস্কার নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, শান্তিতে তিনিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এমন মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আপনাদের ঐ বিষয় নিয়ে বলবো।’
এসময় ট্রাম্প বলেন, ‘আমি একটি চুক্তি করলাম। একটি দেশকে রক্ষা করলাম। আর আমি শুনতে পেলাম ঐ দেশেরই প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। এজন্য আমি কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি’।
উল্লেখ্য, এবারে শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। নোবেল কমিটি জানায়, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি।