কমলগঞ্জের পাত্রখলা চা বাগানের লেকে মুখরিত শীতের অতিথি পাখির কলকাকলিতে
- আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ৮১ বার পড়া হয়েছে
শাহাবুদ্দীন আহমদে:
মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগানের ১৮ নাম্বার সেকশনের লেইকে শীতের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত। ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও লেইকের পানিতে ঝাঁপাঝাঁপি এ যেন অন্যরকম সৌন্দর্যে সেজেছে লেকটি। এ সব দৃশ্য দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছেন পর্যটকরা। লেকের সৌন্দর্য্য রক্ষায় বাগান কর্তৃপক্ষ করেছেন আলাদা পাহারার ব্যবস্থা।
শীত আসলেই আগমন মেলে শীতের অতিথি পাখির। পাখির কিচিরমিচির শব্দ, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও লেকের পানিতে ঝাঁপাঝাঁপিতে লেইকটি এখন অন্যরকম সৌন্দর্যে সেজেছে। আর এসব অতিথি পাখি, লেইক ও চাবাগানের সোন্দর্য্য অবলৌকন করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থী।
পর্যটকরা পাখির কল-কাকলি ও লেইকের সৌন্দর্য্য উপভোগ করে বলছেন, দেশের আর কোথাও এমন কাছ থেকে অতিথি পাখি দেখা যায় না। এলাকাবাসি ও বেড়াতে আসা পর্যটকরা বলেন এত কাছ থেকে এত পাখি আর কোথাও দেখা যাবেনা। সকাল সন্ধ্যায় দৃশ্যটি দেখতে খুবই ভাল লাগে সারাদিনই এখানে পাখি থাকে।
এবছর এসেছে কালকোর্ট, পানকৌড়ি, ধনেশ পাখি, সাপ পাখি, মচরংভূতি হাঁস, সাদা বক, লালচে বক,কাললেজ জহুরালীসহ নানা প্রজাতির পাখি।