তাবলিগের দুই পক্ষকে একত্রে আনার চেষ্টা চলছে : ধর্ম প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি; ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, তাবলিগ জামাতের দুই পক্ষকে একত্রে আনার চেষ্টা চলছে, যাতে আগামীতে একত্রে ইজতেমা আয়োজন করা যায়। ইজতেমা বিশ্বের কাছে একটি পবিত্র বিষয়। ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। তাবলিগের প্রতি সকলের শ্রদ্ধা আছে। তাবলিগ নিয়ে কারও ছোটখাট ভুলত্রুটি যদি থাকে তা নিরসনের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে মুসল্লিদের সেবায় স্থাপিত হামদর্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী ফিতা কেটে হামদর্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এ উপলক্ষে হামদর্দ ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী গোলাম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আব্দুল্লাহ হারুন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিবে হামদর্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেড। এই সেবা কার্যক্রম দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।