গৌরীপুরে নব নির্বাচিত এমপিকে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সংবর্ধনা

- আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে

মজিবুর,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-৩ আসনের নব নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছেন গৌরীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সোমবার (১৪ জানুয়ারী) দুপুরে পাবলিক হলে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বপন প্রমুখ।
এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।