শ্রীমঙ্গলে মাদ্রাসা প্রিন্সিপালের পিটুনিতে ছাত্রী হাসপাতালে!
- আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১২২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদরাসার প্রিন্সিপাল মুজিবুর রহমান আল মাদানী কর্তৃক মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী রত্না আক্তারকে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সিন্দুরখান ইউনিয়নের ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। মারধরে আহত রত্না শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিক্ষার্থী রত্নার সঙ্গে কথা বলে জানা যায়, সে সকালে মাদরাসায় গিয়েছিল ভর্তি হয়ে নতুন বই সংগ্রহ করতে। এসময় প্রিন্সিপাল তাকে ক্লাস রুমের বাইরে থাকার কারণে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। শিক্ষার্থী এসময় মাদরাসার সহসপুরকে কেদে কেদে অভিযোগ দিলে তিনি বললেন বিষয়টি দেখবো।
মাদরাসায় অনেকবার বমি করে এবং ব্যথায় কাতর হয়ে পড়লে তার সহপাঠীরা তাকে বাড়িতে পৌছিয়ে দেয়। বাড়ি থেকে আহত শিক্ষার্থীর বড় ভাই এবং বাবাসহ পরিবারের অন্যরা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলেহাসপাতাল কর্তৃব্যরত ডাক্তাররা তাকে ভর্তি করার পরামর্শ দেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।