অনলাইন রিপোর্ট |
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এক সংসদ সদস্যকে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে আজ সোমবার তাকে শোকজ করেন রিটার্নিং কর্মকর্তা।
শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
এর আগে, শনিবার (৪ জানুয়ারি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনা ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।