মৌলভীবাজারে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা

- আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দীন আহমেদ মৌলভীবাজার থেকে;
মৌলভীবাজারে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে তারা সেখানেই প্রতিবাদ সভা করে।রোববার ৫ জানুয়ারি দূপুর দেড় টায় শহরের হিলালপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে কয়েক হাজার ছাত্রদল কর্মী মিছিল নিয়ে জুগিডর এলাকায় পৌঁছালে পুলিশের ব্যারিকেড মুখে পড়ে। সেখান থেকে কিছুদূর আগালে আবারও পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি বন্ধ করে দেয়। মিছিলটি নেতৃত্বে দেয় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।এছাড়াও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, সহ-সভাপতি আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, ফখরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশের বাঁধার মুখে বক্তারা বলেন ইচ্ছা করলে তারা পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিল করতে পারতেন, কিন্তু তা তারা করবেন না। মিছিলে ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে কয়েক হাজার কর্মী যোগদান করে।