সকালের সংবাদ;
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবার মনোভাব নিয়ে রাজনীতি করে। দেশের অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অাফজালুর রহমান বাবুর নেতৃত্বে সপ্তাহব্যাপী রাজধানী ঢাকাসহ চট্রগ্রাম, ফেনী,নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন শেষে গতকাল সাংবাদিকদের সাথে অালাপ কালে তিনি এ কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গত ২৫ ডিসেম্বর দিবাগত-রাত গভীর রাতে রাজধানীর ফুটপাত শীতে কাতরানো বস্তিবাসীদের মাঝে কম্বল বিতরন করেন। এর পরদিন ২৬ ডিসেম্বর সকালে কমলাপুর রেলস্টেশনের ফুটপাতের ভাসমান অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এ ছাড়া ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় বসুন্ধরা ও কালাচাঁদপুর ভাসমান অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করেন। ৩০ ও ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্পট, ফেনী সদর, নোয়াখালী, বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর এলাকায় রেলস্টেশন, চৌরাস্তার মোড় সহ বিভিন্ন স্পটে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অাফজালুর রহমান বাবুর সাথে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা সাংবাদিক নেতা ওবায়দুল হক খান, মামুনুর রহমান, জাকির হোসেন কিরন, অাদনান সুমন, মোহাম্মদ হানিফ চৌধুরী সাথে ছিলেন।