ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে বিভ্রান্তি নিরসনে ফায়ার সার্ভিসের বক্তব্য Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লাটিম ঘুরাচ্ছেন ৬ ‘কুতুব’ Logo ওয়াসা প্রকৌশলী ফকরুলের আমলনামা: অবৈধ সম্পদের সাম্রাজ্য Logo আশা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত Logo চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা Logo সাংবাদিকদের হত্যা চেষ্টার ঘটনায় চ্যানেল এস এর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা Logo জামিনে মুক্ত রিজেন্টের চেয়ারম্যান সাহেদ Logo স্বাস্থ্য খাতে দুর্নীতির রাঘব বোয়াল বায়ো ট্রেড ধরাছোঁয়ার বাইরে Logo ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত ফায়ার সার্ভিস কর্মকর্তা রাব্বি লাপাত্তা Logo বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ




রাত পোহালেই বাণিজ্য মেলা-২০২০ শুরু, অথচ প্রস্তুত নয় একটি স্টলও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু উপলক্ষে আগামীকাল (৩১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অথচ আজ সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত মেলার একটি স্টলও প্রস্তুত হয়নি। যদিও মেলা শুরু হতে মাঝখানে মাত্র একদিন বাকি। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা।

গতবারের মতো এবারও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের মাঠে। সোমবার মেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ জানুয়ারির মধ্যে মেলার অধিকাংশ স্টলই প্রস্তুত করা সম্ভব নয়।

দুপুরে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এখন পর্যন্ত একটি স্টলও সম্পূর্ণভাবে প্রস্তুত নয়। এমন কি মূল ফটকই প্রস্তুত করতে পারেনি কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধ ও পদ্মাসেতুর আদলে তৈরি হওয়া মূল ফটকের কাজ এখনও বেশ বাকি। তবে সব স্টলেই কাজ চলছিল পুরোদমে। মেলায় একশ স্টল করে দেয়ার চুক্তিতে কাজ করছেন জান্নাত আলী। তিনি মনে করেন, ১ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব নয়।

জান্নাত আলী বলেন, ‘মেলার আর একদিন বাকি আছে। যে কাজ এখনও বাকি রয়েছে, তা ১ দিনের মধ্যে শেষ করা সম্ভব না। মেলার আগে যতটুকু শেষ করা সম্ভব, ততটুকু শেষ করব। মেলার ৭ দিন পর্যন্ত কাজ করার সুযোগ থাকে। এর মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করব।’

আয়োজকরা জানান, আগামী ১ জানুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ এবারের বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। মেলায় এবার সবমিলিয়ে মোট ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি।

মেলার প্রস্তুতির বিষয়ে জানতে সোমবার রাতে মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফাইন্যান্স) মো. আবদুর রউফকে ফোন করা হলে তিনি তা কেটে দেন।

এর আগে সম্প্রতি তিনি দাবি করে বলেছিলেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে। গতবারও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করেছিলাম। এবারও আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। আশা করি সবার অংশগ্রহণে সুন্দরভাবে মেলা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘এবার তো মুজিব শতবর্ষ। শতবর্ষ অনুযায়ী আমাদের বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে। মুজিব-বর্ষের আবহ ঠিক রেখে এটা করা হচ্ছে। আর প্রধান ফটক আমরা জাতীয় স্মৃতি সৌধের আদলে তৈরি করছি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। দ্বিতীয় বা ভিআইপি ফটকে স্যাটেলাইট স্থাপন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




রাত পোহালেই বাণিজ্য মেলা-২০২০ শুরু, অথচ প্রস্তুত নয় একটি স্টলও

আপডেট সময় : ০৮:৫১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক; 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু উপলক্ষে আগামীকাল (৩১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অথচ আজ সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত মেলার একটি স্টলও প্রস্তুত হয়নি। যদিও মেলা শুরু হতে মাঝখানে মাত্র একদিন বাকি। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা।

গতবারের মতো এবারও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশের মাঠে। সোমবার মেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ জানুয়ারির মধ্যে মেলার অধিকাংশ স্টলই প্রস্তুত করা সম্ভব নয়।

দুপুরে বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এখন পর্যন্ত একটি স্টলও সম্পূর্ণভাবে প্রস্তুত নয়। এমন কি মূল ফটকই প্রস্তুত করতে পারেনি কর্তৃপক্ষ। জাতীয় স্মৃতিসৌধ ও পদ্মাসেতুর আদলে তৈরি হওয়া মূল ফটকের কাজ এখনও বেশ বাকি। তবে সব স্টলেই কাজ চলছিল পুরোদমে। মেলায় একশ স্টল করে দেয়ার চুক্তিতে কাজ করছেন জান্নাত আলী। তিনি মনে করেন, ১ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করা কোনোভাবেই সম্ভব নয়।

জান্নাত আলী বলেন, ‘মেলার আর একদিন বাকি আছে। যে কাজ এখনও বাকি রয়েছে, তা ১ দিনের মধ্যে শেষ করা সম্ভব না। মেলার আগে যতটুকু শেষ করা সম্ভব, ততটুকু শেষ করব। মেলার ৭ দিন পর্যন্ত কাজ করার সুযোগ থাকে। এর মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করব।’

আয়োজকরা জানান, আগামী ১ জানুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ এবারের বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। মেলায় এবার সবমিলিয়ে মোট ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি।

মেলার প্রস্তুতির বিষয়ে জানতে সোমবার রাতে মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফাইন্যান্স) মো. আবদুর রউফকে ফোন করা হলে তিনি তা কেটে দেন।

এর আগে সম্প্রতি তিনি দাবি করে বলেছিলেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে। গতবারও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করেছিলাম। এবারও আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। আশা করি সবার অংশগ্রহণে সুন্দরভাবে মেলা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘এবার তো মুজিব শতবর্ষ। শতবর্ষ অনুযায়ী আমাদের বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে। মুজিব-বর্ষের আবহ ঠিক রেখে এটা করা হচ্ছে। আর প্রধান ফটক আমরা জাতীয় স্মৃতি সৌধের আদলে তৈরি করছি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। দ্বিতীয় বা ভিআইপি ফটকে স্যাটেলাইট স্থাপন করা হবে।’