সকালের সংবাদ ডেস্ক; খ্রিস্ট্রাব্দ (শনিবার) কোনাবাড়ী আনসার মার্কেটের সামনে থেকে লাইন ম্যান মোস্তফা নামের এক ব্যাক্তি বিভিন্ন অযুহাতে মালবাহী গাড়ী থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করছিলেন। ওই সময় দৃশ্যটি সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। ইতিপূর্বে আরো কয়েকবার ব্যাটারী চালিত অটো রিকশা থেকে চাঁদা আদায় ও ব্যাটারী কেটে নেওয়া অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গাড়ী চালকগন জানান, চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ী কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও চাবি কেড়ে নিয়ে আটকে রাখেন। টাকা দিলে ছেড়ে দেন। কী কারণে বা কার নির্দেশে এ ভাবে গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে? বিষয়টি লাইনম্যান মোস্তফার নিকট জানতে চাইলে তিনি জানান, বিগত ৭/৮ বছর যাবৎ তিনি চাঁদা আদায়ের কাজ করে যাচ্ছেন। পূর্বে হাইওয়ের সাথে কাজ করতেন। মি. মোস্তাফা আরো বলেন, আমি নাসির মেম্বারের (বর্তমান ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর) লোক, তিনি আমাকে বেতন দেন।
কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লার নিকট মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মোস্তফা আমার লোক নয় বরং ১৮ কোটি মানুষ আমার লোক। এরপর তিনি সাংবাদিকের সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে। তিনি বলেন, ‘তুমি সাংবাদিকতা কোথায় থেকে শিখছ? তুমি কত বড় সাংবাদিক হয়েছ আমি দেখে নিব। কেউ যদি আমার নিকট অভিযোগ করে তাহলে সে বিচার অব্যশই আমাকে করতে হবে। তোর বাড়ীর রাস্তা আমি বন্ধ করবোই করবে “।
প্রসংঙ্গতঃ গত ২০ ডিসেম্বর ২০১৯ খ্রিস্ট্রাব্দে “গাজীপুর সিটি করপোরেশনের ২ বিরুদ্ধে চাঁদাবাজি মামলা” শিরোনামে দৈনিক “যোগফল”, “চলমান বার্তা”সহ আরো কয়েকটি গনমাধ্যম ও নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর থেকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা দৈনিক “চলমান বার্তা” র সহ-সম্পাদক সাবের বিল্লাহ সুমন কে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ওই কাউন্সিলর তার বসত বাড়ী চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। (২৮ ডিসেম্বরের চাঁদা আদায়ের প্রসংঙ্গে কথা বলার সময়ে প্রকাশ্যে রাস্তা বন্ধ করার হুমকি দেন) এবং তাকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন অজ্ঞাতনামা মামলা-হামলা জড়ানো ভয় ভিতি দেখান। এ ঘটনায় সাংবাদিক সাবের বিল্লাহ সুমন বাদি হয়ে ২৯ ডিসেম্বর ২০১৯ খ্রিস্ট্রাব্দে কোনাবাড়ী মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।