আইসিটি মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১০২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি|
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল। হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন সর্দারের বিরুদ্ধে ২০১৭ সালে ফেসবুকে আপত্তিকর বক্তব্য লেখেন উজ্জ্বল পাঠান। এ ঘটনায় মনির হোসেন ক্ষুব্ধ হয়ে আদালতে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় আদালত উজ্জ্বলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে তেলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।