সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে মাছ শিকারে গিয়ে ভাগ্য খুলেছে জেলে মঞ্জু গাজীর। তার জালে ধরা পড়েছে ১২১টি মেইদ মাছ। যা তিনি বিক্রি করেছেন পাঁচ লাখ ৭০ হাজার টাকায়। শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের ইমান আলী গাজীর ছেলে মঞ্জু জানান, নদীতে ফেলা তার দুটি ফাঁস জালের মধ্যে একটিতে ১২১টি মেইদ মাছ ধরা পড়ে। রবিবার সন্ধ্যায় মাছগুলো তিনি হরিনগর বাজারে বিক্রি করেছেন। পাইকারী এক ক্রেতা পাঁচ লাখ ৭০ হাজার টাকায় এ মাছ কিনে নিয়েছেন। তিনি বলেন, অন্য জালটিতেও প্রচুর মেইদ মাছ আটকা পড়েছিল কিন্তু জালটি আর পাইনি। ধারণা করছি, বেশি মাছ একত্রে বাঁধায় জালটি মাছেরা টেনে নিয়ে গেছে। এই মাছ খুববেশি পাওয়া যায় না। ঝাঁক বেঁধে এরা ঘুরে বেড়ায়।