খুনির কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ৬৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহপাঠীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বড়মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা সুমনার হত্যাকারী রিয়াজ আহম্মেদের দ্রুত কঠোর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে যদি অন্য কেউ এই হত্যাকাণ্ড জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকায় নবম শ্রেণির ছাত্র রিয়াজ আহম্মেদের বাসার একটি নির্মাণাধীন টয়লেটের মাটি খুঁড়ে শিশু সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রিয়াজ আহম্মেদকে গ্রেপ্তার করেছে।